ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

করোনায় মৃতদের দাফন: সেই কাউন্সিলরের পাশে শামীম ওসমান

নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। করোনা দুর্যোগের শুরু থেকেই বেশ আলোচনায় ছিলেন তিনি। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে নানা কার্যক্রম ও মৃতদের দাফন-কাফনে এগিয়ে আসেন কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ। এখন পর্যন্ত অর্ধশতাধিক মরদেহ দাফনও করেছেন তিনি।

কিছুদিন আগে সেই কাউন্সিলরের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর গতকাল মাকসুদুল আলম খোরশেদের শরীরেও করোনা শনাক্ত হয়েছে।

এবার এই দুইজনের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি তার ও তার স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।

রোববার (৩১ মে) বিকেলে খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনার অবস্থা বেশি খারাপ হলে সংসদ সদস্য শামীম ওসমানের পরামর্শ ও সহযোগিতায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে খোরশেদের স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দিবাগত রাত ১২টার দিকে নারয়ণগঞ্জ শহরের মাসদাইর বাসা থেকে সিদ্ধিরগঞ্জ কাঁচপুরে অবস্থিত সাজেদা হাসপাতালে তাকে ভর্তি করান খোরশেদ। তবে রাতে আইসিইউ সাপোর্ট চাইলেই সেটি সম্ভব হয়নি।

এই প্রসঙ্গে সাজেদা হাসপাতালের ম্যানেজার (পিআরও) ওবায়দুল্লাহ জানান, এমপি সাহেব সকাল থেকেই কয়েকবার ফোন দিয়ে খোঁজ-খবর নিয়েছেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর রেখেছেন। তার স্ত্রীর অবস্থা অবনতি হওয়ায় এমপি সাহেবের নির্দেশে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া সকাল থেকেই বিভিন্ন দূতাবাস ও সরকারি-বেসরকারি দপ্তর থেকে শুভাকাঙ্ক্ষীরা তার ও তার স্ত্রীর খোঁজ-খবর রাখছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাও তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর রাখছেন।

আর খোরশেদ জানান, আমার স্ত্রী অবস্থা সংকটাপন্ন। আমি সবার কাছে দোয়া চাই। তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তার ৯০ শতাংশ শ্বাসকার্য এখন অক্সিজেন সাপোর্টে সম্পন্ন হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতা কামনা করি।

এদিকে গত ২৩ মে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার (৩০ মে) নিজেও করোনায় আক্রান্ত হন খোরশেদ।

ads

Our Facebook Page